অধ্যায় : ২
পদার্থের অবস্থা
1. পাতন কাকে বলে?
2. গ্যাসীয় পদার্থের কোন নির্দিষ্ট আকার ও আয়তন থাকে না কেন?
3. রান্নার জন্য সিলিন্ডারের গ্যাসে মিথেনের সাথে বিউটেন ওপেন মেশানো হয় কেন?
4. সংজ্ঞা দাও:-
আন্তঃআণবিক শক্তি, উর্ধ্বপাতন, ব্যাপনের হার, ব্যাপন ও নিঃসরণ ।
5. গলনাংক ও স্ফুটনাংক বলতে কী বোঝো?
6. একই পদার্থের গলনাঙ্ক ও স্ফুটনাঙ্ক ভিন্ন হয় কেন?
7. লোহায় মরিচা পড়া একটি রাসায়নিক পরিবর্তন ব্যাখ্যা করো?
8. মোমবাতি প্রজ্বলনকালে কয় ধরনের পরিবর্তন সংঘটিত হয় ব্যাখ্যা করো?
8. স্ফটনাঙ্কের উপর চাপের প্রভাব কি?
9. ব্যাপন ও নিঃসরণের মধ্যে পার্থক্য উল্লেখ করো l
10. অ্যামোনিয়া ও হাইড্রোক্লোরিক এসিড এর মধ্যে কোনটির ব্যাপনের হার বেশি এবং কেন?
11. পাকা কাঁঠালের গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে কেন?
13. তাপমাত্রা বাড়লে ব্যাপনের হার বাড়ে কেন?
14. এমোনিয়া গ্যাস কে বায়ুর ঊর্ধ্বমুখী অপসারণ দ্বারা সংগ্রহ করা হয় কেন?
15. সুপ্ততাপ কাকে বলে?