ষষ্ঠ শ্রেণি
বিষয়:গণিত
অনলাইন টেস্ট নং -০১
অধ্যায়-২ :(শতকরা ও অনুপাত)
তারিখ: ১০-০৭-২০২০ইং
[বি.দ্র:গণিত খাতায় পরীক্ষা নং-০১ ও তারিখ লিখে সংরক্ষন করবে ]
সৃজনশীল প্রশ্ন:-
আশুগঞ্জ তাপবিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ২৪০জন শিক্ষার্থীদের মধ্যে গণিতে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত ৯ : ১
ক. প্রদত্ত অনুপাতের দুটি সমতুল অনুপাত লেখো। ২
খ. উক্ত শ্রেণির কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর সংখ্যা নির্ণয় করো। ৪
গ. যদি আর ও ৪ জন শিক্ষার্থী কৃতকার্য হতো, তবে কৃতকার্য ও অকৃতকার্য শিক্ষার্থীর অনুপাত কত হতো, তা নির্ণয় করো। ৪
জনাব মো: নজরুল ইসলাম
শ্রেণি শিক্ষক (ষষ্ঠ- খ)
আশুগঞ্জ তাপ বিদ্যুৎ কেন্দ্র উচ্চ বিদ্যালয় ।
No comments:
Post a Comment